নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনাকে স্বাগত জানাতে ব্যানার-বিলবোর্ডে ছেয়ে গেছে সিলেটসিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের প্রায় পুরো বহর নিয়ে শেখ হাসিনা আসছেন ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট সফরে।
শুধু মাজার জিয়ারত ও নির্বাচনি প্রচারণা শুরুই নয়, সিলেটবাসীর জন্য উপহারও নিয়ে আসছেন শেখ হাসিনা। এই সফরে প্রধানমন্ত্রী ২০টি প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর এবারের সিলেট সফরসূচিতে হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.) ও হজরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর বিকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে শুরু হবে শেখ হাসিনার আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা। আসছে জাতীয় নির্বাচনকে ঘিরে প্রথম জনসভা হওয়ায় স্মরণকালের সেরা জনসমাগমের মাধ্যমে এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে দলের নেতাকর্মীরা বিরামহীন কাজ করে যাচ্ছেন।
রাস্তার দুই পাশেই রয়েছে বড় বড় বিলবোর্ডআওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমেদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে সিলেট। পুরো শহর ছেয়ে গেছে ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড আর তোরণে। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’
আহমদ হোসেন আরও বলেন, ‘গত নির্বাচনে সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৫টিতে জয়লাভ করে আওয়ামী লীগ, চারটি আসন পায় জাতীয় পার্টি। আগামী নির্বচনেরও এ ধারাবাহিকতা ধরে রাখতে চায় আওয়ামী লীগ। আমরা আশা করছি, এবারও সবগুলো আসনই আমাদের থাকবে। এর জন্য প্রধানমন্ত্রীর সফর বেশ গুরুত্বপূর্ণ।’ দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর সিলেটে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় আনুষ্ঠানিক সফর বলে জানান তিনি।
সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর তিন মাজার জিয়ারত করবেন। দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউজে নামাজ ও মধ্যাহ্নের বিরতি শেষে দুপুর ২টা ৪০ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকাল ৩টায় একই মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফর নেতাকর্মীদের উৎসাহে বাড়তি মাত্রা যোগ করেছে। কেবল নেতাকর্মীই নন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সাধারণ লোকজনেরও আগ্রহের কমতি নেই। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে সিলেট অঞ্চলে দল আরও শক্তিশালী হবে বলে মনে করি।’
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2GqBZfT
January 30, 2018 at 01:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন