সুরমা টাইমস ডেস্ক:: সিলেট সরকারি আলিয়া মাঠে শুরু হয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভা। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়। জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ লুৎফুর রহমান। এখন জেলা ও মহানগরের নেতা কর্মীদের বক্তব্য চলছে।
নেতাকর্মীরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্য অপেক্ষা করছেন। ইতোমধ্যে কাণায় কাণায় পূর্ণ হয়ে গেছে আলীয়া মাঠ। মাদ্রাসা মাঠ ভরিয়ে জনস্রোত মিশেছে আশপাশে সড়কে। হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন গোটা এলাকা ।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, শেখ হাসিনা বিকেল তিনটার দিকে জনসভায় এসে বক্তব্য দিবেন। জনসভা মঞ্চ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’র আদলে করা হয়েছে। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন।
এরআগে সকালে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট পৌছে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর দুপুরে তিনি সার্কিট হাউসে বিশ্রাম নিচ্ছেন। এখান থেকেই জনসভায় গিয়ে শেখ হাসিনা ২০টি প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়া জনসভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সভাপতি নেতাকর্মীদের দিক-নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
মূলত, সিলেট সফরের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2FvhP2X
January 30, 2018 at 03:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন