দীর্ঘ বিরতি ভেঙে নাটকে ফিরছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ। ভালোবাসার চাদর নামের একটি খণ্ড নাটকে দেখা যাবে এই অভিনেতাকে। এই নাটকের মধ্য দিয়ে দীর্ঘদিন পর অাবারো একসঙ্গে দেখা যাবে রিয়াজ ও আশনা হাবিব ভাবনাকে। জাকির হোসেন উজ্জলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। এই জুটি এর আগে শুকনো ফুল ও সতেজ প্রেমের গল্প নামের নাটকে কাজ করেছিলেন। জানা যায়, গল্প ও চিত্রনাট্য পছন্দ হতো না বলে গেল একবছর নাটকে অভিনয় করেননি চিত্রনায়ক রিয়াজ। জনপ্রিয় এই অভিনেতার কাছে যেসব গল্প ও চরিত্রের প্রস্তাব আসত সেগুলো পছন্দ হতো না রিয়াজের। আর এ জন্যই দীর্ঘদিন ছোট পর্দায় দেখা যায়নি এ অভিনেতাকে। আরও পড়ুন:সোনার বারসহ ধরা পড়লেন মোশাররফ করিম! এ বিষয়ে রিয়াজ বলেন, আমার কাছে যেসব নাটকে অভিনয়ের প্রস্তাব আসত গল্পগুলো আমার পছন্দ হতো না। চরিত্রে বৈচিত্র্য পেতাম না। এতে কাজের মান হারিয়ে যাচ্ছিল। সেজন্য মানহীন নাটকগুলো থেকে দূরে ছিলাম। হঠাৎ একটা গল্প পছন্দ হওয়ায় প্রায় একবছর পর অাবারো নাটকে ফিরছি। দর্শকরা যেসব গল্পের কাজ দেখতে পছন্দ করেন এটি তেমনই একটি গল্প। শিগগির নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১২:৪৮/১৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ERkkfM
January 18, 2018 at 08:37PM
18 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top