বিভিন্ন রাজ্যে নিষিদ্ধ ‘পদ্মাবত’, প্রতিবাদে সুপ্রিমকোর্টের দ্বারস্থ প্রযোজক

নয়াদিল্লি, ১৭ জানুয়ারিঃ নাম বদলে সেন্সরবোর্ডের ছাড়পত্র পাওয়া সত্ত্বেও ‘পদ্মাবত’ ছবিকে নিষিদ্ধ করেছে বিভিন্ন রাজ্য। এবার সেই রাজ্যের সরকারগুলির সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন ছবিটির প্রযোজক। শ্যুটিংয়ের সময় থেকেই ছবি নিয়ে বিবাদ ও বিতর্ক চলছেই। ছবিটি কোনও মতেই মুক্তি পেতে দিতে নারাজ বিভিন্ন রাজপুত সংগঠন।

অবশেষে নাম বদলে, বিভিন্ন দৃশ্যে কাটছাঁট করার পর ‘পদ্মাবত’ ছবিতে অনুমতি দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে বলে জানান প্রযোজকরা। তবে ছবিটিকে নিজেদের রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেন গুজরাট, রাজস্থান, মধ্য প্রদেশ ও হরিয়ানার সরকার।

সেন্সরবোর্ডের অনুমতি পাওয়ার পরেও কোনো ছবিকে নিষিদ্ধ করার অধিকার আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন ছবিটির প্রযোজক। শুনানির জন্য মামলাটি গ্রহণ করেছে সুপ্রিমকোর্ট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FMs5Fc

January 17, 2018 at 03:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top