ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ র‌্যালী


সুরমা টাইমস্‌ ডেস্ক ঃঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ র‌্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারী সোমবার দুপুরে নগরীর চৌহাট্টা এলাকা থেকে মিছিল টি শুরু হয়ে, নগরীর বেশ কিছু সড়ক প্রদক্ষিণ করে রিকাবী বাজার পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাকিলুর রহমান এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মুর্শেদ ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফওয়ান আহমেদ এর যৌথ পরিচালনায় র‌্যালীতে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেওয়ান রেজওয়ান আহমদ, মনজুর হোসেন মজনু, আবু হানিফ, সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্দ বদরুল ইসলাম।
এসময় আরোও উপস্থিত ছিলেন, কাওছার হোসেন রকি, দেলোয়ার হোসেন সায়েম, মীর সাইদুর রহমান আয়াত, হোসেন খান ইমাদ, মাহফুজ আহমদ শিমু, শিব্বির আহমদ, আব্দুল্লাহ আল মুহিত, মাছুম আহমদ, মোস্তফা সরকার, নজরুল ইসলাম, মো. আলী সাকির, কাওসার আহমদ শিবলু, শাহরিয়ার আল জাকারিয়া, এহসানুল হক সজিব, তারেক আহমদ, কাওসার আহমদ, শাওন আহমদ, ফখরুল ইসলাম, আলাউদ্দিন হোসেন, কামরুল খান, মিনহাজুল ইসলাম, জুবায়ের হোসেন, সৈয়দ নিশু, জাহাঙ্গির আলম, হাসান আহমদ, ইব্রাহীম আলী, মাসুম আহমদ, অনিম আহমদ, জাবির আহমেদ জিসান, রনি আহমেদ, রেজওয়ান আহমদ, আমিন আহমদ, মহসিন আহমদ, নাসির উদ্দিন, কামিল আহমদ, সুলতান মিয়া, ইমন আহমদ, মাসুম আহমদ, মানিক মিয়া, তারেক আহমদ, রনি আহমদ, ওমর আজিজ, সানোয়ার রাহাত, লিপু আহমদ, সাব্বির আহমদ, মাহদি হক, তাইজুল ইসলাম, আলী আহমদ, কাবুল আহমদ, সুমিত দেবনাত, নাছির আহমদ, জুমন আহমদ, শিব্বির আহমদ প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, হামলা মামলা কোন কিছু দিয়েই ছাত্রদলকে দমিয়ে রাখা যাবেনা, সেদিন আর বেশী দুরে নয়, গণতন্ত্র রক্ষার আন্দোলন মাধ্যমে অচিরেই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Co49Jt

January 01, 2018 at 07:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top