ঢাকা, ২০ জানুয়ারি- চলতি ত্রিদেশীয় সিরিজে মাঠের খেলার চাইতে আলোচনার কেন্দ্রে সাবেক টাইগার কোচ এবং বর্তমান শ্রীলঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহের দলের বিপক্ষে মাশরাফি-সাকিবদের পারফর্মেন্স। সেই পরীক্ষার প্রথম ধাপ দাপটের সাথে উৎরে গেছে বাংলাদেশ। কিন্তু সাবেক কোচকে নিয়ে এত আগ্রহ দেখানোর কোনো কারণই খুঁজে পাননা সাবেক টাইগার অধিনায়ক এবং বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার মতে, হাথুরুকে নিয়ে কথা বলাই বোকামি। খালেদ মাহমুদ বলেছেন, আমি আসলে হাথুরুসিংহের ব্যাপারটাই আনতে চাইনি বাংলাদেশ দলের মধ্যে। আমি মনে করি, যে চলে গেছে, তাকে নিয়ে আলাপ করাটাই বোকামি। উনি শ্রীলঙ্কার দায়িত্ব নেয়ার পর প্রথম সফর বাংলাদেশে পড়েছে। হয়ত তাই কথা বেশি হয়েছে। কিন্তু আমাদের মাথায় কেবল দল কিভাবে আরও সামনে যাবে, সেই চিন্তাই ছিল। আমরা যাতে ভালো ক্রিকেট খেলতে পারি, আমরা আমাদের শক্তি ও দুর্বলতা নিয়ে অনেক কাজ করছি। আরও পড়ুন:তামিমের সামনে ডাবল রেকর্ডের হাতছানি সুজনের মতে, বাংলাদেশ জাতীয় দলে সিনিয়র-জুনিয়র মিলিয়ে দুর্দান্ত সব ক্রিকেটার আছে। সিনিয়রদের সঙ্গে তরুণরাও পারফর্ম করতে শুরু করলে বাংলাদেশ অজেয় হয়ে উঠবে বলেই বিশ্বাস তার। নিজেদের পরিকল্পনা মাঠের খেলায় বাস্তবায়ন করতে পারলে জয় আসবেই। সুজনের ভাষায়, আমাদের সিনিয়র ক্রিকেটাররা গত কয়েক বছর ধরে টানা পারফর্ম করে যাচ্ছে। আমাদের তরুণ ক্রিকেটাররাও যদি সিনিয়রদের সাথে মিলে পারফর্ম করা শুরু করে, তাহলে আমার মনে হয়, আমরা একটা সময় অপরাজেয় হতে পারব। দিনশেষে, এটা ক্রিকেট খেলা। আমরা যার বিপক্ষেই খেলি, নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে। যতোই ভালো পরিকল্পনা করি, কাজে না লাগাতে পারলে আমরা জিততে পারব না। সূত্র:কালের কন্ঠ এমএ/০৯:৫০/২০ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ru0ndi
January 21, 2018 at 04:00AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন