মুম্বাই, ২১ জানুয়ারি- বছরের শুরুতে গত বছরের সেরাদের মুল্যায়ণ হলো ৬৩তম ফিল্ম ফেয়ার অনুষ্ঠানে। শনিবার মুম্বাইয়ের বিখ্যাত এনএসসিআই অডিটোরিয়ামে তারকাদের নিয়ে অনুষ্ঠিত জমকালো এই আয়োজন। বলিউড বাদশা শাহরুখ খান ও পরিচালক প্রযোজক করন যোহরের অসাধারন উপস্থাপনায় অনুষ্ঠানটি রুপ নেয় তারকা মেলায়। একঝাঁক তারকার উপস্থিতিতে এদিন সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন বিদ্যা বালান। তুমহারি সুলু ছবিটিতে অসাধারণ অভিনয় করে পুরস্কারটি নিজের করে নেন তিনি। এছাড়াও হিন্দি মিডিয়াম ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ইরফান খান। তবে সমালোচকদের ভোটে সেরা অভিনেত্রী হয়েছেন দঙ্গল ছবিতে দুর্দান্ত অভিনয় করা নতুন মুখ জায়রা ওয়াসিম। এদিন দেয়া উল্লেখযোগ্য অন্যান্য পুরস্কার গুলো হলো- সেরা সিনেমা : হিন্দি মিডিয়াম সেরা সিনেমা (সমালোচক) : নিউটন সেরা অভিনেত্রী (সমালোচক) : জায়রা ওয়াসিম (সিক্রেট সুপারস্টার) সেরা অভিনেতা (সমালোচক) : রাজকুমার রাও (ট্র্যাপড) সেরা পরিচালক : অশ্বিনী ইয়ার তিওয়ারি (বার্লি কি বরফি) সেরা নবাগত পরিচালক : কঙ্কনা সেন শর্মা (এ ডেথ ইন দ্য গঞ্জ) সেরা সহ অভিনেতা : রাজকুমার রাও (বার্লি কি বরফি) সেরা সহ অভিনেত্রী : মেহের ভিজ (সিক্রেট সুপারস্টার) লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড : বাপ্পি লাহিড়ী সেরা সংলাপ : হিতেশ কেওয়াল্যা (শুভ মঙ্গল সাবধান) সেরা স্ক্রিনপ্লে : শুভাশিস ভুটিয়ানি (মুক্তি ভাওয়ান) সেরা মৌলিক গল্প : অমিত মাসুরকার (নিউটন) সেরা অভিনেতা (শর্ট ফিল্ম) : জ্যাকি স্রফ (খুজলি) সেরা অভিনেত্রী (শর্ট ফিল্ম) : শেফালি শাহ (জুস) সেরা শর্ট ফিল্ম (পিপলজ চয়েজ অ্যাওয়ার্ড) : অনাহুত সেরা শর্ট ফিল্ম (ফিকশন) : ইনভিজিবল উইংস সেরা মিউজিক অ্যালবাম : প্রিতম (জাজ্ঞা জাসুস) সেরা গায়ক : অরিজিৎ সিং (রোকে না রুকে নায়না- বাদরিনাথ কি দুলহানিয়া) সেরা গায়িকা : মেঘনা মিশ্র (নাচদি ফিরা- সিক্রেট সুপারস্টার) সেরা লিরিক্স : অমিতাভ ভট্ট্যাচার্য (দিল উল্লুকা পাঠঠা হ্যায়- জাজ্ঞা জাসুস) সেরা কোরিওগ্রাফি : বিজয় গাঙ্গুলি এবং রুয়েল দাওসান ভারিন্দানি (গালতি সে মিসটেক- জাজ্ঞা জাসুস) সেরা অ্যাকশন : টম স্ট্রুথারস (টাইগার জিন্দা হ্যায়) সেরা সিনেমাটোগ্রাফি : শীর্ষ রায় (এ ডেথ ইন দ্য গঞ্জ) সেরা এডিটিং : নিতিন বৈদ (ট্র্যাপড) সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/২১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mZ2WhI
January 21, 2018 at 11:44PM
21 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top