বিজ্ঞান-প্রযুক্তিতে অস্কার জয়ীর দলে ভারতীয় ইঞ্জিনিয়ার

মুম্বই, ১২ ফেব্রুয়ারিঃ অস্কার ২০১৮ বিজ্ঞান ও প্রযুক্তিতে যে দলটি পুরস্কার পেয়েছে তার মধ্যে রয়েছে মুম্বইয়ের ইঞ্জিনিয়ার বিকাশ সাথায়ে। গত শনিবার তাঁদের হাতে এই পুরস্কারটি তুলে দেওয়া হয়। ‘শোটোভার কেওয়ান ক্যামেরা সিস্টেমের কনসেপ্ট, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ও বাস্তনবায়নের জন্য’ বেভারলি হিলসে চার সদস্যের এই দলটির হাতে পুরস্কার তুলে দেয় অ্যাকাডেমি অফ মোশন পিকচারস আর্টস ‌অ্যান্ড সায়েন্স। যে ক্যামেরা মাউন্টের জন্য এই দলটি অস্কার পেয়েছে, সেটি লাগানো থাকে হেলিকপ্টারে। এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যাতে কোনো কম্পনের আঁচ ক্যামেরায় এসে না লাগে। ফলে সুন্দর ফুটেজ রেকর্ড করা সম্ভব। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে বিকাশ জানিয়েছেন, ২০০৯ সালে নিউজিল্যান্ডের কুইনসটাউনে শোটোভার ক্যামেরা সিস্টেম নামে একটি নতুন কোম্পানিতে যোগ দেন তিনি। প্রাকৃতিক সৌন্দর্যই তাঁর কাছে এই কোম্পানিতে যোগদান করার অন্যতম কারণ ছিল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2F0zYad

February 12, 2018 at 01:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top