বই বিতরণ অব্যাহত রেখেছেন আলী হোসেন


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে যাচ্ছেন যুবলীগ নেতা আলী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে তিনি স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করছেন বলে জানান।

গত ১৫দিন ধরে সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি এ বই বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসব বইয়ের মধ্যে রয়েছে- বঙ্গবন্ধুর আত্মজীবনী, প্রিয় মুজিব, টুঙ্গিপাড়ার খোকা, আমাদের বঙ্গবন্ধু, শেখ রাসেল ইত্যাদি।
তার এ বই বিতরণ কার্যক্রম শুরু হয় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার মাধ্যমে। তারপর সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আলী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের আমাকে এসব বই ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেয়ার নির্দেশ দেন। তার কথা অনুযায়ী আমি ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীদের নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় সহস্রাধিক বই বিতরণ করেছি। পর্যায়ক্রমে সিলেটের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এ বই বিতরণ কর্মসূচি চালিয়ে যাবো।

তিনি জানান, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ তার কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করছে। এসব বই পড়ে আজকের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে জানার মাধ্যমে দেশপ্রেমে উজ্জ্বীবীত হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা তাদের চেতনা শাণিত করবে।

আজ শনিবার দক্ষিন সুনামগঞ্জের জামিয়া হাজী আক্রাম আলী দাখিল মাদ্রাসা তিনি বই বিতরণ করেন

প্রসঙ্গত, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আলী হোসেন বর্তমানে জেলা যুবলীগের সদস্য। তিনি যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদ নির্মূল মঞ্চের আহ্বায়ক। এছাড়াও বঙ্গবন্ধু ছাত্র কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকও তিনি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BRDa4L

February 03, 2018 at 03:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top