ওসমানীনগরে ডাকাত আতংকের একরাত


ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে ডাকাত আতংকে নির্ঘুম একটি রাত কাটিয়েছেন উপজেলাবাসী। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ে ডাকাত আতংক। রাত একটা পর থেকে এ আতংকে উপজেলার সাধারণ জনগন নেমে আসেন রাস্তায়।

একাধিক মসজিদে চলে মাইকিং। সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হয়ে পড়ে সরগরম। ডাকাত প্রতিরোধে সাধারণ জনগন বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন।

জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার মঙ্গলচন্ডী গ্রামের এক প্রবাসীর বাড়িতে ডাকাত প্রবেশ করেছে এমন সংবাদ পায় থানা পুলিশ। সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছুলে ডাকাতির কোন আলামত পায়নি পুলিশ।

পরবর্তীতে উপজেলার তাজপুর, লামাপাড়া, গোয়লাবাজার, তেরহাতি, করনসী, কছবুরাই, নোয়ারাই, ভেরুকলা, উসমানপুর, দাশপাড়া, ব্রাম্মনগ্রাম, খাশিপাড়া, ইলাশপুরসহ উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে ডাকাত আতংক। তবে শনিবার দিবাগত রাতে কোথাও কোন ডাকাতি বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

ওসমানীনগর থানার ওসি সহিদ উল্যা বলেন, শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ডাকাত প্রবেশ করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে, কিন্তু কোথাও কোন ডাকাত ধরা পড়েনি।

তিনি বলেন, ডাকাত প্রতিরুধে সাধারণ জনগন যে সেচ্চার হয়েছেন। তাতে ডাকাত প্রতিরোধ করা সম্ভব বলে মনে করি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2HqhsZF

February 18, 2018 at 01:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top