কলকাতা, ০৭ ফেব্রুয়ারি- তোলাবাজি মামলায় বেআইনিভাবে তল্লাশির বিরুদ্ধে সিআইডির সাত কর্তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের স্বামী এমএভি রাজু৷ এবার তার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ দায়ের হল আনন্দপুর থানায়৷ লালবাজার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আনন্দপুর থানায় রাজুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ সূত্রের খবর, ইএম বাইপাসের মাদুড়দহের একটি ফ্ল্যাট থেকে মঙ্গলবার তল্লাশি চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার করেছে সিআইডি৷ একটি আলমারি ভেঙে সেই টাকা পাওয়া গিয়েছে৷ মঙ্গলবার আনন্দপুর থানায় মাদুরদহের ওই আবাসনের বাসিন্দা শুভজিৎ চক্রবর্তী তাঁর অভিযোগে জানিয়েছেন, রাজুকে আলমারি রাখার জন্য ফ্ল্যাটটি তিনি দিয়েছিলেন৷ সেখানে টাকা রাখা ছিল তা তিনি জানতেন না৷ পুলিশ অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি দেখা শুরু করেছে৷ যে ফ্ল্যাটে টাকা পাওয়া গিয়েছে সেটি কার নাম রয়েছে তা দেখা হচ্ছে৷ আরও খবর: রাজ্যে বন্ধ হয়ে গেল মেট্রো সম্প্রসারণ কাজ অন্যদিকে, বুধবার মাদুরদহের ওই ফ্ল্যাটে তল্লাশি চালায় সিআইডি৷ এদিন সকালেই সিআইডি টিম তল্লাশি চালাতে ঢোকে৷ বিকেল পর্যন্ত তল্লাশি চলে সেখানে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/২১:২০/০৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2GXZflP
February 08, 2018 at 03:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top