ওয়েব ডেস্ক, ৭ ফেব্রুয়ারিঃ মালদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্রমশ উদবেগ বাড়ছে ভারতের। ওই কোরাল দ্বীপপুঞ্জের রাজনৈতিক অস্থিরতার জন্য দক্ষিণ ভারতের এয়ারবেসে ইতিমধ্যেই সেনাবাহিনীকে প্রস্তুত রাখছে ভারত।চলতি সপ্তাহে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুসল্লা ইয়েমিন দেশে এমার্জেন্সি জারি করে দেশের সুপ্রিং কোর্টের শীর্ষ বিচারপতিদের গ্রেফতার করার নির্দেশ দেন। তার আগে সুপ্রিম কোর্ট বন্দি বিরোধী নেতাদের মুক্তি দেওয়ার জন্য কড়া নির্দেশ দেয় ইয়েমিনের সরকারকে। শুধু তাই নয়, দেশে গণতান্ত্রিভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট, বর্তমানে স্বেচ্ছানির্বাসনে থাকা মহম্মদ নাসিদকেও দেশে ফেরার অনুমতি দেয় মালদ্বীপের সুপ্রিম কোর্ট। এতেই ইয়েমিন ক্ষিপ্ত হয়ে ওঠেন।
ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপ ভারতের কাছে বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালদ্বীপে চিনের প্রবল উপস্থিতি ভারতকে উদবেগে রেখেছে বরাবরই। ফলে নাসিদকে সামনে রেখে ভারত মালদ্বীপের রাজনীতি সক্রিয় হোক, এমনটা চাইছে মালদ্বীপে চিনের বিরোধী শিবিরের একটা বড়ো অংশও। মালদ্বীপের সঙ্গে শুধু পর্যটন নয়, সংস্কৃতি-ঐতিহ্য সবকিছুতেই ভারতের গভীর মিল রয়েছে। মালদ্বীপ চিকিৎসা, শিক্ষা সবকিছুতেই ভারতের উপর নির্ভর করে। কিন্তু উরিতে পাক হানার পর ভারত সার্ক সম্মেলন বয়কট করার ডাক দেওয়ায় তাতে সাড়া দেয়নি একমাত্র মালদ্বীপই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2E9vNr1
February 07, 2018 at 10:53AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন