জিততে মাত্র ২ রান দরকার ভারতের। ঠিক তখনই ইনিংসের ১৯তম ওভার শেষ হতে হঠাৎই লাঞ্চের ডাক দিলেন আম্পায়াররা। দুদলের ক্রিকেটাররাই তখন প্রচণ্ড বিস্মিত। ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। সে জন্য কাঙ্ক্ষিত দুরান তুলতে ভারতকে তাই আরও ৫০ মিনিট অপেক্ষা করতে হয়। দুদলই এসে আম্পায়ারকে জানায়, আর কিছুক্ষণ অপেক্ষা করা হোক। কিন্তু আইসিসির নিয়ম দেখিয়ে আম্পায়াররা তাতে সায় দেননি। দুই ফিল্ড আম্পায়ার আলিম দার এবং আদ্রিয়ান হোল্ডস্টক এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের মুণ্ডপাত হতে থাকে। স্টুডিওয় থাকা ধারাভাষ্যকাররা একে হাস্যকর সিদ্ধান্ত বলে অভিহিত করেন। মাইকেল হোল্ডিং তো বলেই ফেলেন, আইসিসি চাইছে ক্রিকেটকে আকর্ষণীয় করে তুলতে। কিন্তু এরকম সিদ্ধান্ত হলে সেটা খেলাটার পক্ষে খারাপ। সমালোচনা শোনা যায় সঞ্জয় মঞ্জরেকার এবং সুনীল গাভাসকারের গলাতেও। সোশ্যাল মিডিয়ায় সাধারণ দর্শক তো বটেই, সাবেক ক্রিকেটাররাও এ নিয়ে মজা করতে ছাড়েননি। বীরেন্দ্র শেবাগ লিখেছেন, পিএসইউ ব্যাঙ্ক যেভাবে ক্রেতাদের সঙ্গে ব্যবহার করে, সেভাবেই আম্পায়াররাও ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে ব্যবহার করছে। আরও খবর: টি-টোয়েন্টি সিরিজে খেলার ইচ্ছা সাকিবের প্রচুর লাইক এবং টুইট হয় সেটি। মাইকেল ভন লিখেছেন, ক্রিকেটে এরকম পাগলামি! ২ রান বাকি থাকতে লাঞ্চ! ওদের কি বোধবুদ্ধি কাজ করছিল না? তথ্যসূত্র: বিডি২৪লাইভ এআর/২২:৩০/০৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BYvAoO
February 06, 2018 at 04:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top