খালেদা জিয়া সিলেট রাত্রীযাপন করছেন না!


সুরমা টাইমস ডেস্ক ঃ:বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিলেট সার্কিট হাউসে রাত্রী যাপন করার বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘খালেদা জিয়ার গাড়ি বহরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আছেন। তিনি সোমবার সন্ধ্যায় সিলেট শহরে পৌঁছাবেন। সোমবার রাতেই ঢাকার উদ্দেশে সিলেট ছাড়তে পারেন খালেদা জিয়া।’

যদিও সিলেট বিএনপির সভাপতি আবদুল কাহের শামীম বলেন, ‘আজ রাতে দলের চেয়ারপারসন সিলেটের সার্কিট হাউজে থাকতে পারেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।’

সিলেট-বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘বিএনপি নেত্রী এখন সবচয়ে জনপ্রিয়। তাকে এক নজর দেখতে সাধারণ জনগণও আসবে। চেয়ারপারসনের সিলেট আসা উপলক্ষে বিভাগের সবগুলো জেলা প্রস্তুত। ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে স্থানে স্থানে তাকে অভ্যর্থনা জানানো হবে। আমরা শান্তিপূর্ণভাবে তাকে গ্রহণ করবো।’
জানা গেছে, গুলশান, নয়াপল্টন, শ্যামপুর, যাত্রাবাড়ী, কাচপুর ব্রিজ, সোনারগাঁও, রুপগঞ্জ, পাঁচদোনা, নরসিংদী, বেলাব, ভৈরব, আশুগঞ্জ, বিশ্বরোড, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, শাহবাজপুর, মাদবপুর, নোয়াপাড়া, শায়েস্থাগঞ্জ, শেরপুর, ওসমানী নগর হয়ে সিলেট পৌঁছাবে খালেদা জিয়ার গাড়ি বহর। স্থানে-স্থানে তাকে অভিনন্দন জানাতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন। প্রত্যেক স্থানে বক্তব্য না দিলেও হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন তিনি। ধীর গতিতে চলবে তার গাড়িবহর।
সিলেট পৌছতে বেগম জিয়ার বেশ সময় লেগে যেতে পারে। তাই সার্বিক অবস্থার উপর নির্ভর করছে তিনি সিলেটে রাত্রী যাপন করবেন কি না।ইমস ডেস্ক ঃঃ



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EjP9gN

February 05, 2018 at 04:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top