কোটি টাকার দুর্নীতির অভিযোগে পদত্যাগ জুমার

কেপটাউন, ১৫ ফেব্রুয়ারিঃ কয়েকদিন ধরেই নিজের দলের ভিতরেই বাড়ছিল চাপ। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) তরফে পদত্যাগ করার ডেডলাইনও ঠিক করে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ঘরে বাইরে প্রবল চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন দুর্নীতিতে অভিযুক্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। শেষ হল নয় বছরের শাসনকালও। এএনসি-র তরফে ডেডলাইন দিয়ে বলা হয়েছিল, যদি জুমা ওই সময়ের মধ্যে পদত্যাগ না করেন, তবে বৃহস্পতিবার পার্লামেন্টে তাঁকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে। আস্থাভোটে জেতা অসম্ভব জেনেই জুমা পদত্যাগ করলেন বলে রাজনৈতিক মহল মনে করছে। জুমার বিরুদ্ধে অভিযোগ, তিনি কোটি কোটি টাকা তছরুপ করেছেন। যদিও জুমা তাঁর বিবৃতিতে জানিয়েছেন, আমি এএনসি-র অনুগত সৈনিক। দলের নেতৃত্বের সঙ্গে একমত না হলেও, দলের স্বার্থেই পদত্যাগ করছি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2o28OrY

February 15, 2018 at 11:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top