সাও পাওলো, ২৫ ফেব্রুয়ারিঃ সৌরজগতের আরও এক জায়গায় মিলতে পারে প্রাণের সন্ধান। এমনই দাবি করেছেন সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁরা জানিয়েছেন, বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় বরফের চাদরের নিচে জল রয়েছে। আর জল থাকলেই তাতে প্রাণের সন্ধান মিলতে পারে বলে আশা প্রকাশ করেছেন গবেষকরা।
ব্রাজিলের ন্যাশনাল সিনক্রোট্রন লাইট ল্যাবরেটরির গবেষক ডগলাস গ্যালানটে জানিয়েছেন, তাঁরা ইউরোপায় ব্যবহারযোগ্য জৈবিক শক্তির খোঁজ চালাচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গের কাছে মপং সোনার খনির ভূ-পৃষ্ঠ থেকে ২.৮ কিলোমিটার গভীরে যে রকমের তেজস্ক্রিয় অবস্থার সন্ধান পাওয়া গিয়েছে। সেই একই রকম অবস্থা ইউরোপার সমুদ্রেরও পাওয়া গিয়েছে।’
গবেষকরা মনে করেন, ইউরোপায় বরফের নিচে যে সমুদ্রের সন্ধান পাওয়া গিয়েছে, তা কয়েক কোটি বছর আগের পৃথিবীর অবস্থার সমান। অতীতের পৃথিবীর সঙ্গে অনেকটাই সাদৃশ্য রয়েছে ইউরোপার। ফলে সেখানে যে প্রাণ থাকতে পারে, তা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HKowQP
February 25, 2018 at 08:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন