বদলে যাচ্ছে মোবাইল নম্বর, নজরে আপনিও

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারিঃ বদলাচ্ছে নম্বরের ধরন। দশ সংখ্যার বদলে মোবাইল নম্বর হতে চলেছে ১৩ সংখ্যার। এই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় টেলিকম রেগুলেটরি সংস্থা(ট্রাই)র তরফে। মোবাইল নম্বরের নিরাপত্তা ব্যাবস্থা আরও আটোসাটো করতেই এই পরিবর্তন। গত জানুয়ারিতেই এবিষয়ে ট্রাই টেলিকম অপারেটর সংস্থাগুলিকে একটি নির্দেশ পাঠিয়েছিল। নম্বর পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে এবছরের ১ অক্টোবর থেকে। ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশাবাদী কেন্দ্র।

ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী, সিম নির্ভর মেশিন টু মেসিন(M2M) ডিভাইসে যে সিমকার্ডগুলি ব্যবহার করা হয়, সেগুলির নম্বরে বদল করতে হবে। এই তালিকায় সবার আগে পড়ছে মোবাইল ফোন।

ট্রাইয় জানিয়েছে, মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগের পর একাধিক গুরুত্বপূর্ণ কাজে মোবাইল নম্বর ব্যবহার হয়। তাই এর নিরাপত্তা খুবই দরকার। তবে নতুন কানেকশন যারা নেবেন, তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া লাগু হবে না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ofBGxb

February 21, 2018 at 01:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top