নিজস্ব প্রতিবেদক :: নিজেদের মধ্যে বিভক্তি আর কোন্দলে জর্জরিত সিলেটের আওয়ামী পরিবার। অঙ্গ-সহযোগী সংগঠনে নেতৃত্ব নিয়ে কোন্দল থেকে সেটি এখন মুল সংগঠন আওয়ামী লীগ পর্যন্ত গড়িয়েছে। তবে আওয়ামী লীগের কোন্দল প্রকাশ্যে না এলেও সিলেট সিটি নির্বাচন এবং সংসদ সদস্য নির্বাচন নিয়ে ভেতরে ভেতরে চলছে অন্তর্কোন্দল। আর ছাত্রলীগের গ্রুপিং রাজনীতি নিয়ে একাধিকবার প্রকাশ্য দ্বন্দে জড়িয়েছে সিলেট আওয়ামী লীগ।
তবে, সম্প্রতি শেখ হাসিনার সিলেট সফর ঘিরে দ্বন্দ, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ছিলো সিলেট আওয়ামী লীগ। আর সিলেট আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ রাখতে ভুমিকা পালন করছেন সিলেট আওয়ামী লীগের দায়ত্বশীল নেতারা। এর ফসল হিসেবে সিলেটবাসীকে একটি সুন্দর এবং সফল সমাবেশ উপহার দিতে পেরেছেন তারা।
গত ৩০শে জানুয়ারি শেখ হাসিনা সিলেট সফর করেন। আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে তিনি সিলেট সফর করেন। সিলেট আলীয়া মাদ্রাসার জনসমুদ্র থেকেই তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করেন। এই জনসভায় প্রধানমন্ত্রী মঞ্চে বক্তব্যের পাশাপাশি একান্ত আলাপচারিতায় আওয়ামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল চার নেতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন। তারাও দলীয় সভাপতিকে আশ্বাস দেন এক হয়ে কাজ করার।
প্রধানমন্ত্রী এই সফরের দু’সপ্তাহের মধ্যেই নিজেদের মধ্যে ঐক্যের প্রমাণ দেখিয়েছেন সিলেটের আওয়ামী লীগ নেতারা। বৃহস্পতিবার খালেদা জিয়া ও তারেক রহমানের রায় ঘোষণার পর সিলেট নগরীতে বিক্ষোভ এবং যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ- ছাত্রলীগের উপর হামলার চেষ্টা চালিয়েছিল বিএনপি ও ছাত্রদল।
কিন্তু, সেসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের নেতৃত্বে এবং দিকনির্দেশনায় একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া দেয়। ঐক্যবদ্ধ আওয়ামী পরিবারের ধাওয়ায় সেসময় পিছু হটতে বাধ্য হয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা।
এদিকে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী দেশের বাইরে থাকায় এসময় উপস্থিত হতে পারেননি। তবে তিনি সার্বক্ষণিক স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ রেখেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CamVQj
February 10, 2018 at 04:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন