সুরমা টাইমস ডেস্ক:: বাংলাদেশের জাতীয় দলে যে আর ফিরতে পারবেন, সে আশা হয়তো আব্দুর রাজ্জাক নিজেও করেননি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেও চট্টগ্রামে প্রথম ম্যাচে বসেছিলেন দর্শক হয়েই। তবে দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। আর মাঠে নেমে সফলতা পেতেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রাজ্জাককে। ষষ্ঠ ওভারে তাঁর হাত ধরেই বাংলাদেশ পেয়েছে প্রথম সাফল্য। পরে আরও তিনটি উইকেট তুলে নিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। রাজ্জাকের সঙ্গে জ্বলে উঠেছেন তাইজুল ইসলামও। এই দুই স্পিনারের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কা হারিয়েছে ৬টি উইকেট। এ প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার স্কোর : ১৬২/৭।
শ্রীলঙ্কার ইনিংসের ষষ্ঠ ওভারেই আঘাত হেনেছিলেন রাজ্জাক। ৩ রান করে সাজঘরে ফিরেছেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। ১৭তম ওভারে ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। ২৮তম ওভারে শ্রীলঙ্কাকে জোড়া ধাক্কা দিয়েছেন রাজ্জাক। তুলে নিয়েছেন ধনুস্কা গুনাথিলাকা ও লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালের উইকেট। দ্বিতীয় সেশনের শুরুতে আবারও জোড়া ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। ৩২তম ওভারে ৬৮ রান করা কুশল মেন্ডিসকে সাজঘরের পথ দেখিয়েছেন রাজ্জাক। আর পরের ওভারে তাইজুল ফিরিয়েছেন নিরোশান ডিকওয়েলাকে।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে টস জিতেছিল বাংলাদেশ। নিয়েছিল ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তবে ঢাকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে আর টস-ভাগ্য যায়নি বাংলাদেশের পক্ষে। এবার টস জিতে শ্রীলঙ্কা নিয়েছে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ফলে শুরুতেই ফিল্ডিংয়ে নামতে হয়েছে মাহমুদউল্লাহদের।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ২০১৪ সালে সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন তিনি। এ ছাড়া বাংলাদেশের প্রথম একাদশে ফিরেছেন সাব্বির রহমান।
বাংলাদেশ দল :- তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আবদুর রাজ্জাক, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দল :- দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, রোশান সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, ধনুস্কা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়, রঙ্গনা হেরাথ ও সুরঙ্গা লাকমল।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nN3CYM
February 08, 2018 at 02:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন