সুরমা টাইমস ডেস্ক ঃঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে ‘সাধারণ কয়েদীর মত রাখা হয়েছে’ বলে গণমাধ্যমে খবর এসেছে, যা নিয়ে তারা উদ্বিগ্ন।
দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরদিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে রিজভীর এ বক্তব্য আসে।
তিনি বলেন, “আপনাদের মাধ্যমে শুধু জানতে চাই, আমাদের চেয়ারপারসন কেমন আছেন, প্রিয় নেত্রী কেমন আছেন। আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি তাকে সাধারণ কয়েদীর মতো রাখা হয়েছে। কারাগারের ভেতরে কী ঘটছে, কী অবস্থা- আমরা কিছুই জানতে পারছি না।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী সরকারের উদ্দেশে বলেন, “সাধারণ কয়েদীর মত রাখা হচ্ছে– এ কথা কেন সংবাদপত্রে আসছে? তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা তিনি। আপনাদের রুচির এতটা নিম্নগামীতা কেন?”
এর মধ্যে দিয়ে সরকার দেশকে ‘নরকের দিকে’ ঠেলে দিচ্ছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “আপনারা কী মনে করেন, এই হুঙ্কার, এই ধমক প্রতিদিন মানুষ শুনতে থাকবে আর হজম করতে থাকবে?”
রিজভী বরাবরের মতই অভিযোগ করেন, এ মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর কথা সরকারের মন্ত্রী-এমপি ও সরকারদলীয় নেতারা গত দুই বছর ধরেই বলে আসছেন।
“অর্থাৎ, গতকালের যে রায়, এটা তো আগেই লিখে রাখা। আমরা যে বলেছিলাম, এটা তাদের প্রতিহিংসার প্রতিফলন, তা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ হয়েছে। … গতকাল বৃহস্পতিবার রায় ঘোষণার পরেও দেখা গেছে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সঙ্গে বিচারক আখতারুজ্জামানের রায়ের হুবহু মিল রয়েছে।”
রিজভীর দাবি, দেশবাসী এই রায় ‘প্রত্যাখান’ করেছে এবং ‘নিন্দার ঝড়’ বইছে।
“বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা দিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করেছেন।”
অন্যদের মধ্যে বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ মামুন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাসাস সহসভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা উপস্থিত ছিলেন এ সংবাদ সম্মেলনে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EQUw4G
February 09, 2018 at 04:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন