কলকাতা, ১৭ ফেব্রুয়ারি- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা স্বাস্থ্য দফতরকে নিশানা করেছে মুকুল রায়ের ছায়ায় তৈরি গেরুয়া শিবিরের এক সংগঠন৷ কিন্তু, নিশানা যাতে লক্ষ্যভ্রষ্ট না হয়, তারই জন্য কর্মশালার আয়োজন করছে বিজেপি সমর্থিত এই অরাজনৈতিক সংগঠন৷ প্রথমে এই সংগঠনের নাম দেওয়া হয়েছিল ড: শ্যামাপ্রসাদ স্বাস্থ্য মিশন৷ তবে, এখন এই সংগঠনের নাম হয়েছে ড: শ্যামাপ্রসাদ হেলথ মিশন৷ এবং, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সেকেন্ড-ইন-কম্যান্ড মুকুল রায়ের ছায়ায় তৈরি এই সংগঠনই এ বার নিশানা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা স্বাস্থ্য দফতর৷ আরও পড়ুন: মোদীর পরীক্ষা পর চর্চা অনুষ্ঠান দেখানো হবে না: পার্থ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত না হন, তার জন্য ২৪ ঘণ্টার পরিষেবা চালুর কথা ঘোষণা করেছে রাজ্য বিজেপি সমর্থিত এই সংগঠন৷ ড: শ্যামাপ্রসাদ হেলথ মিশনের সভাপতি ইন্দ্রজিৎ সিনহার কথায়, আগামী মার্চ মাসের প্রথমে কলকাতায় আমরা দুই দিনের কর্মশালার আয়োজন করছি৷ আমাদের এই মিশনের সদস্যরা কীভাবে সাধারণ মানুষের জন্য ২৪ ঘণ্টা কাজ করবেন, কীভাবে এই মিশনের লক্ষ্য অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারব, সে সব বিষয়ে এই কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে৷ আরও পড়ুন: গরিব দিদির সাংসদরা কোটিপতি! একই সঙ্গে তিনি বলেন, আমাদের এই সংগঠনটি অরাজনৈতিক৷ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য দেশের এবং প্রবাসী অনেক ডাক্তার আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন৷ এ দিকে, ওয়াকিবহাল মহলের বিভিন্ন অংশে এমন প্রশ্নও উঠছে, কীভাবে এই সংগঠনটি অরাজনৈতিক হতে পারে? কারণ, বিজেপি সমর্থিত বলা হচ্ছে৷ তার উপর, এই সংগঠনের সভাপতি বলেছেন, মুকুল রায়ের অনুপ্রেরণা, সহযোগিতায় তৈরি এই সংগঠন বাংলার মানুষের চিকিৎসা পরিষেবার জন্য ২৪ ঘণ্টা কাজ করবে৷ যদিও, ইন্দ্রজিৎ সিনহা বলেছেন, বাংলার মানুষের চিকিৎসা পরিষেবার স্বার্থে ড: শ্যামাপ্রসাদ হেলথ মিশনে কোনও রং দেখা হবে না৷ এই সংগঠনটি অরাজনৈতিক৷ পশ্চিমবঙ্গের নিঃস্ব, দুস্থ অসংখ্য মানুষ যাতে উপকৃত হন, তার জন্য ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত গেরুয়া শিবিরের এই সংগঠন বিশেষ নজর দিচ্ছে বলেও জানানো হয়েছে৷ একই সঙ্গে এই সংগঠনের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য সাধারণ মানুষকে যেমন সহায়তা করবে ড: শ্যামাপ্রসাদ হেলথ মিশন৷ তেমনই, চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের যে সব প্রকল্প চালু রয়েছে, সে সব বিষয়েও প্রচার চালানো হবে৷ তবে, শুধুমাত্র এ সবও নয়৷ চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে সব প্রকল্প রাজ্য সরকারের নামে চালানো হচ্ছে বলে অভিযোগ উঠছে, সে সব বিষয়েও প্রচার চলবে বলে এই সংগঠনের তরফে জানানো হয়েছে৷ এ দিকে, ওয়াকিবহাল মহলের বিভিন্ন অংশ এমনও মনে করছে, মুকুল রায়ের ছায়ায় যেহেতু এই সংগঠনটি তৈরি হয়েছে, স্বাভাবিক কারণে, এই কর্মশালা আয়োজনের ক্ষেত্রেও তাঁর ছায়া এড়িয়ে যাওয়া কীভাবে সম্ভব? আর, তারই জেরে, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দফতরকে কেন্দ্র করে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়ের নতুন দ্বৈরথ প্রকাশ্যে আসতে চলেছে বলেও মনে করছে ওয়াকিবহাল মহলের ওই সব অংশ৷ তথ্যসূত্র: Kolkata24x7 এআর/১০:৪৩/১৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EK9XhE
February 17, 2018 at 04:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top