জলপাইগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ চা বাগানে শ্রমিক ও অশ্রমিক মহিলাদের নিয়ে গঠিত স্বনির্ভর গোষ্ঠির মাধ্যমে মঙ্গলবার জলপাইগুড়ি করলাভ্যালী চা বাগানে স্বল্পমূল্যের র্যাশন দোকান চালু করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই মডেলের স্বল্পমূল্যের র্যাশন দোকান পরিসেবা দেশে প্রথম। এ রাজ্যের চা বলয়ে ৩০০টি এই ধরনের স্বনির্ভর গোষ্ঠির মাধ্যমে র্যাশন দোকান করা হবে। যার মধ্যে ১২৬টি এই ধরনের র্যাশন দোকান রাজ্যে তৈরি হয়েছে। জলপাইগুড়ি জেলায় ৮৭টি চা বাগানের মধ্যে ৫০টি র্যাশন দোকান তৈরির কাজ শেষ। প্রতিটি র্যাশন দোকান তৈরি করতে সাড়ে ৮ লক্ষ টাকা করে খরচ হয়েছে। ৩৫ কেজি করে প্রতিমাসে পরিবার পিছু ২ টাকা কেজি দরে চাল, গম ও আটা পাবে। চা শ্রমিকদের পাশাপাশি বাগান সংলগ্ন অন্য পরিবারগুলিও এই সুবিধা পাবেন বলে খাদ্যমন্ত্রী জানিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2o2Jdyx
February 13, 2018 at 01:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন