শিক্ষক জীবনের সব তথ্যই এবার মোবাইল অ্যাপে

শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ চাকরি জীবনের যে কোনো তথ্য এবার থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে জেনে নিতে পারবেন এ রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা। রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রায় চার লক্ষ শিক্ষক-শিক্ষিকা এই অ্যাপের মাধ্যমে উপকৃত হবেন। এই অ্যাপে নিজের মোবাইল নম্বর দিয়ে ওয়ান টাইম পাসওয়ার্ড নিয়ে যে কোনো সময়ই শিক্ষক-শিক্ষিকারা নিজেদের চাকরি জীবনের নানা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে পারবেন। রাজ্যের শিক্ষাদপ্তরের নির্দেশে ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার (এনআইসি) অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম (ওএসএমএস) নামে মোবাইল অ্যাপটি তৈরি করেছে। অ্যাপটি মোবাইলে ডাউনলোড করতে হবে। অ্যাপে ঢোকার পর শিক্ষক-শিক্ষিকাদের মোবাইলে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে। সেই পাসওয়ার্ড ব্যবহার করে চাহিদামতো নিজের চাকরি জীবনের সমস্ত তথ্য জানা যাবে। দেশে প্রথম এই রাজ্যেই শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে এই ধরনের অ্যাপ চালু হচ্ছে বলে জানিয়েছেন এনআইসির সিনিয়র প্রোগ্রামার আশিস কুমার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2C6xpEz

February 19, 2018 at 01:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top