সরকারি স্কুলের শিক্ষকদেরও পরতে হবে ইউনিফর্ম

ভোপাল, ১২ ফেব্রুয়ারিঃ স্কুলে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকদেরও পরতে হবে ইউনিফর্ম। মধ্যপ্রদেশের শিক্ষা দপ্তরের তরফে এমনই নিয়ম চালু করা হবে সরকারি স্কুলের শিক্ষকদের জন্যে।
আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নতুম নিয়ম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের সরকারি স্কুলগুলিতে। শিক্ষিকাদের জন্যে মেরুন রংয়ের জ্যাকেট এবং শিক্ষকদের জন্যে  নেভি ব্লু জ্যাকেট বরাদ্দ করা হয়েছে। শিক্ষা দপ্তর থেকে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, এই নিয়ম চালু হলে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার মধ্যে সামঞ্জস্য আনার প্রচেষ্টায় সাফল্য আসবে।
স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি সচিব কে কে দ্বিবেদী জানিয়েছেন, ‘শুধু ইউনিফর্ম নয়, প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে জ্যাকেটের উপর লাগাতে হবে নামের ট্যাগও। আর তাতে লেখা থাকতে হবে ‘রাষ্ট্র নির্মাতা’।’
মধ্যপ্রদেশের বর্তমান স্কুল শিক্ষামন্ত্রী দীপক যোশি জানিয়েছেন, ‘এই ‘ড্রেস কোডের’ সিদ্ধান্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী কুমার বিজয় শাহ নিয়েছিলেন। সেই সিদ্ধান্তকেই কাজে রূপান্তরিত করা শুরু হয়েছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2o4tOxJ

February 12, 2018 at 04:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top