রায়গঞ্জ, ১৭ ফেব্রুয়ারিঃ ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে ব্যাপক ভাঙচুর চালানো হল রায়গঞ্জের একটি নার্সিংহোমে। এই অভিযোগে তান্ডব চালালো মৃতের পরিবার-পরিজন ও স্থানীয়রা।
মৃত শিশুর পরিবারের অভিযোগ, শুক্রবার হরিরামপুর থানা এলাকার সুরহরের বাসিন্দা ১০ মাস বয়সী রাহুল বর্মনকে ওই নার্সিংহোমে ভরতি করা হয়েছিল। ১৫ দিন আগে ওই শিশুর অপারেশন হয়। এরপর শুক্রবার পায়ের প্লাস্টার কাটাতে তাকে নার্সিংহোমে ভরতি করেন তার আত্মীয়রা। প্লাস্টার কাটার পর ফের ওই পায়েই দ্বিতীয়বার অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসক। অভিযোগ, ওই অপারেশনের পর আর জ্ঞান ফেরেনি শিশুর। নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায় ওই শিশুর আত্মীয়রা। উত্তেজনা ছড়ায় নার্সিংহোমে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ চালাতে হয়। যদিও গোটা ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষ মুখে কুলুপ এটেছে।
তথ্য ও ছবিঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Hpx7Z4
February 17, 2018 at 05:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন