চতুর্থবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারতের

টরাঙ্গা, ৩ ফেব্রুয়ারিঃ অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত। শনিবার খেতাবি লড়াইয়ে তাঁরা ৮ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ফাইনালের মঞ্চে অপরাজিত শতরান করে টিম ইন্ডিয়ার জয়ে নেতৃত্ব দিলেন ওপেনিং ব্যাটসম্যান মনজ্যোৎ কালরা।

টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে ওঠায় ধারেভারে ফেভারিট হিসাবেই শনিবারের খেতাবি লড়াইয়ে নেমেছিলেন পৃথ্বী শা-রা। টসে হেরে ফিল্ডিংয়ে নেমে বিশেষজ্ঞদের এহেন তকমাকেই বাস্তবায়িত করেন ভারতীয় বোলাররা। বঙ্গ তনয় ইশান পোড়েল (৩০/২), কমলেশ নাগারকোটি (৪১/২), শিবা সিংদের (৩৬/২) দাপটে কখনোই স্বস্তিতে ছিল না ক্যাঙারুরা। একমাত্র জোনাথন মার্লো (৭৬) বাদে কেউই ভারতীয় পেস অ্যাটাকের সামনে ছন্দ খুঁজে পাননি। যার ফলে ৪৭.২ ওভারে ২১৬ রানে অলআউট হয় অসিরা। ২১৭ রানের টার্গেট আহামরি না হলেও নিউজিল্যান্ডের পিচে ফ্লাডলাইটে শুরুটা ভালো না হলে সমস্যায় পড়তে পারত টিম ইন্ডিয়া। কিন্তু পৃথ্বী ও মনজোতের (অপরাজিত ১০১) ৭১ রানের ওপেনিং পার্টনারশিপ সেই আশঙ্কা দূর করে দেয়। ভারতীয় অধিনায়ক পৃথ্বী ২৯ রানে ফেরার পর টুর্নামন্ট সেরা শুভমান গিলও (৩১) বেশিক্ষণ টিকতে পারেননি। কিন্তু মনজোতকে টলানো যায়নি। তাঁকে যোগ্য সংগত করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হার্ভিক দেশাই (অপরাজিত ৪৭)। তাঁদের ৮৯ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ ৬৭ বল বাকি থাকতেই ভারতকে ৮ উইকেটে জয় এনে দেয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BSBJmp

February 03, 2018 at 03:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top