স্কুলবাস থেকে অপহৃত শিশু উদ্ধার

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারিঃ গত মাসের শেষে পূর্ব দিল্লিতে স্কুল বাস থেকে অপহৃত হয় ৫ বছরের এক নার্সারির ছাত্র। সোমবার গভীর রাতে উদ্ধার হয়েছে সে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি পূর্ব দিল্লিতে ১৪ জন ছাত্রছাত্রী নিয়ে যাওয়ার সময় স্কুলবাসের রাস্তা রুখে চালকের মাথায় বন্দুক ঠেকায় দুষ্কৃতীরা। বাস থেকে অপহরণ করা হয় ওই শিশুটিকে। চালক তাদের আটকানোর চেষ্টা করলে তাঁর পায়ে গুলি করে তারা। সূত্রের খবর, ২ জন বাইক আরোহী ছাত্রছাত্রী ভরতি স্কুল বাসে উঠে শিশুটিকে অপহরণ করে। ছেলেটির বাড়িতে ফোন করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণও চায় তারা। শেষ ১০ দিন ধরে তাদের ধরার চেষ্টা করছিল দিল্লি পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাত একটা নাগাদ দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দিল্লির সাহিবাবাদের শালিমার সিটির একটি অ্যাপার্টমেন্টে হানা দেয়। সেখানে পুলিশের গুলিতে প্রাণ হারায় ১ অপহরণকারী, আহত হয় ২ জন। শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

 

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GOV4bP

February 06, 2018 at 04:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top