বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে সকল প্রকার অপ্রিতিকর ঘটনা এড়াতে সিলেটের বিশ্বনাথের নতুনবাজারস্থ বিএনপির অফিস ঘিরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পাশাপাশি উপজেলা সদরে র্যাবের টহলও জোরদার করা হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার সকাল থেকে রায়কে ঘিরে বিশ্বনাথের মহাজোটের নেতাকর্মীরা পৃথক ভাবে রাজপথ দখলে রেখেছে। এনিয়ে উপজেলা সদরে আগত জনসাধরণ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। তবে সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু এরিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মহজোটের নেতাকর্মীরা উপজেলা সদরে আসতে শুরু করেন। উপজেলা সদরের বাসিয়া সেতুর দক্ষিণ মুখে অবস্থান করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা ও ছাত্রলীগ নেতাকর্মিরা রয়েছে আলাদা অবস্থানে এবং তাদের বিক্ষোভ অব্যহত রয়েছে। আর বাসিয়া সেতুর উপরে ব্যানার সহকারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা। এছাড়াও সেতুর দক্ষিণ মুখে ভোজন ঘর রেষ্টুরেন্টের সামনে অবস্থান করেন বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া গ্রুপের নেতাকর্মীরা। সেই সাথে উপজেলা সদরের রাজপথে সরকার দলীয় নেতাকর্মীদের অবস্থানের পাশাপাশি পুলিশ ও র্যাবের টহল অব্যাহত রয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2E9zSLW
February 08, 2018 at 02:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন