চট্টগ্রাম, ০৪ ফেব্রুয়ারি- চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের অন্যতম টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক। প্রথম ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। এরপর দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন দারুন এক হাফসেঞ্চুরি। যার ফলে তামিম ইকবালকে ছাড়িয়ে অনন্য এক রেকর্ডের মালিক হলেন এই বাঁহাতি লিটল মাস্টার। বাংলাদেশের হয়ে এখন এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ২৩১ রান নিয়ে সবার ওপরে ছিলেন ওপেনার তামিম ইকবাল। তবে মুমিনুল প্রিয় মাঠ চট্টগ্রামে তামিমের সেই রেকর্ড ভেঙে দিলেন। প্রথম ইনিংসে মুমিনুল ১৭৬ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করেই এই রেকর্ডের মালিক হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুমিনুল ৭০ রানে অপরাজিত আছেন। আরও খবর:লিটনকে সঙ্গী করে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে মুমিনুল এর আগে ২০১৫ সালে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২০৬ রানের দানবীয় এক ইনিংস খেলেন তামিম। সূত্র:বিডি প্রতিদিন এমএ/১১:৫৭/০৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FIvJ20
February 04, 2018 at 06:04PM
04 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top