সুরমা টাইমস ডেস্ক ঃঃ আজকের এ পরিবর্তন দেখে অনেক ভাল লাগলো। এটা এ সময়ের জন্য যুগান্তকারী পরিবর্তন যে, এখন থেকে মাসের প্রথম দিনেই পেনশনারদের পেনশন ব্যাংকে চলে যাবে এবং মোবাইলে মেসেজ দিয়ে ইনফর্ম করা হবে। সো আমাদের অনেক খুশি লাগছে, আমরা উৎফুল্ল।
বৃহস্পতিবার সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নিয়ে পেনশন পেতে ব্যবস্থাপনাগত উন্নয়ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পেনশনারদের পেনশন পেতে আর বিড়ম্বনা পোহাতে হবে না। তাদের পেনশন পাবে অনলাইনে। অর্থ মন্ত্রণালয়ের এএফটির মাধ্যমে মাসের শেষ দিনে প্রত্যেক পেনশনারদের কাছে নিজ নিজ মোবাইলে মেসেজ চলে যাবে। পরের দিন নিজ নিজ ব্যাংক একাউন্টে ঢুকে যাবে নির্দিষ্ট পরিমাণ পেনশনের টাকা।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ১৯৮৩ সাল থেকে বাংলাদেশি পদ্ধতিতে পেনশন দেয়া শুরু হয়। এর আগ পর্যন্ত এটা চলতো ব্রিটিশ পদ্ধতিতে। তখন একটা পরিবর্তন আমরা এনেছি। তখন ছিল আপনার পেনশন কালেক্ট করবে ব্যাংক। তখন ব্যাংক তা কলেক্ট করে সংশ্লিষ্ট পেনশনারকে প্রদান করতো। তখন একটি বইয়ে এ হিসাব রাখা হতো।
এ সময় অর্থমন্ত্রী নিজে পেনশনে যাওয়ার পর যে বইয়ে পেনশন নিতেন তা উচিয়ে দেখিয়ে বলেন, এটা আমার প্রথম পেনশন বই। আগে যেভাবে পেনশন প্রদান করা হতো তা ছিল ম্যানুয়ালি, এখন তা ডিজিটাল রূপ ধারণ করল, এটা ভাল। এখন আমাদের দেশের অনেক কিছুই ডিভাইসের মধ্যে চলে গেছে। এখন হাতে আর কিছুই করতে হয় না। পেনশন সিস্টেমটাও এখন সেভাবেই পরিচালিত হবে। এখন থেকে আর কাউকে পেনশনের হিসাব করা বা পেনশন জমা হলো কি না তার জন্য দুশ্চিন্তার দরকার হবে না।
মন্ত্রী বলেন, আগামী বাজেটে ন্যাশনাল পেনশন সিস্টেমে সকলকে ইনক্লুড করা হবে। ১৬ কোটি মানুষ ন্যাশনাল পেনশন সিস্টেমে যুক্ত হবে। সরকারের যে মেইন ফাংশন জনকল্যাণমূলক কার্যক্রম, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজে উৎসাহিত করেন সেটা এখানে ফুলফিল হবে। এখানে জনকল্যাণের একটা ব্যবস্থা করেছি। সরকারের জন্মই হয় আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য। কিন্তু বর্তমানে মোর ইমপোর্টেন্ট হয়ে গেছে জনকল্যাণ।
মুহিত বলেন, এ ধরনের পরিবর্তন আগামীতে যে আরো কত হবে তা বলা ভেরি ডিফিকাল্ট। সভ্যতার বিকাশের ফলে আজকে আমরা এ সুযোগটা পেয়েছি। ভবিষ্যতে আমরা যা কিছু চিন্তা করি তাই হয়তো পাব।
মন্ত্রী আরো বলেন, আজ মাত্র ৯৭ জন পেনশনারের জন্য এ সিস্টেম পরিক্ষামূলকভাবে চালু হলো। এটা যেন দেশের ৬ লাখ ৫৭ হাজার ২১২ জন পেনশনার পায় সে বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ দেন মন্ত্রী। মোবাইলের মাধ্যমে পেনশন সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা হিসেবে পেনশন পাওয়ার মেসেজ তার নিজ মোবাইলে পান এবং তা সকলের সামনে পড়ে শুনান।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EtRiEb
February 01, 2018 at 02:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন