জাতীয় গণগ্রন্থাগার দিবস পালিত

নানা আয়োজনে মধ্যদিয়ে সোমবার চাঁপাইনবাবগঞ্জে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে  জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রন্থাগারিক মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন। অনুষ্ঠানে অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচএম রহমতুল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম,শহরের হিফজুল উলুম কামিল মাদ্রসা অধ্যক্ষ ড. এমরান হোসেন,জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ,সহকারী জেলা শিক্ষা অফিসার মতিউর রহমান,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা প্রযুক্তিগত সুবিধাকে কাজে লাগিয়ে জ্ঞানের প্রসার ঘটানো এবং বই পড়তে সবাইকে উৎসাহিত করার উপর গুরুত্বারোপ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০২-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2EjvSMq

February 05, 2018 at 12:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top