কুমিল্লায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ পালিত

কুমিল্লায় নানা অনুষ্ঠানমালার আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

রাত ১২ টা ১ মিনিটে কুমিল্লা কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান অবসর প্রাপ্ত রিয়াল এডমিরাল আবু তাহের।

এসময় বিউগরে করুন সুর বেজে উঠে। পরে একে একে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপি চিত্রাংকন প্রতিযোগীতা, দেশাত্মবোধক গান, আবৃত্তি, রক্তদান কর্মসূচী, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।



from Comillar Khabor – কুমিল্লার খবর http://ift.tt/2CcnmxU

February 21, 2018 at 07:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top