ক্যানবেরা, ২২ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে আজ বুধবার ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনে আয়োজন করা হয় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের। সকালে প্রভাতফেরি দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অস্ট্রেলিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান। অন্যান্যেরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন। এরপর সুফিউর রহমান শহীদের স্মরণে হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এ সময় সকলে শ্রদ্ধাভরে স্মরণ করেন ১৯৫২ সালে মাতৃভাষা প্রতিষ্ঠায় প্রাণ উৎসর্গকারী সকল ভাষা শহীদদের। আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর স্থানীয় শিল্পী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে একুশের শোকগাথা নিয়ে পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তথ্যসূত্র: বিডি প্রতিদিন এআর/১১:২৮/২২ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CcxrLs
February 22, 2018 at 05:28PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন