সুরমা টাইমস ডেস্ক:: আগামী ২৪শে ফেব্রুয়ারি সঞ্জয় লীলা বনশালির ৫৬ তম জন্মদিন। আর সেদিনই ‘পদ্মাবত’-এর সাফল্য সেলিব্রেট করতে চান পরিচালক। তবে যেমন-তেমন করে নয়, সেলিব্রেশন হবে সমুদ্রের জলে ভেসে। বলি অন্দরের খবর মুম্বইয়ের ভাসমান রেস্তোরাঁ ‘আর্ক ডেক বার’-এ বসতে চলেছে জমকালো আসর।
এই ভাসমান রেস্তোরাঁয় ওপেন এয়ার ডেক, বার, রেস্তোরাঁ এবং প্রাইভেট ডাইনিং-এর জন্য জায়গা রয়েছে। বার্থডে ও ছবির সাফল্যের সেলিব্রেশনে এলাহি পার্টির আয়োজন করা হয়েছে বলে খবর। শুধু দেশীয় নয়, থাকছে ইউরোপ এবং ইতালির বিভিন্ন সুস্বাদু খাবার। এই মুহূর্তে মুম্বইকরদের অত্যন্ত পছন্দের জায়গা এই ‘আর্ক ডেক বার’। সঞ্জয়েরও নাকি এই রেস্তোরাঁ খুবই পছন্দের। সে কারণেই কোনও পাঁচতারা হোটেলে না গিয়ে একটু অন্য ভাবেই স্পেশ্যাল দিনটি সেলিব্রেট করতে চান তিনি। পাপারাত্জিতের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যও এই ভেন্যু উপযুক্ত হবে বলে মনে করেন ‘পদ্মাবত’ পরিচালক। ‘আর্ক ডেক বার’ মুম্বইয়ের প্রথম বোট লাউঞ্জ। বান্দ্রা জেটি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে ভেসে থাকে এই রেস্তোরাঁ। ছোট ছোট বোটে অতিথিদের সেখানে পৌঁছে দেওয়া হয়।
এদিকে অবশেষে ‘পদ্মাবত’ বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন সুপারস্টার শাহরুখ খান। তাঁর বক্তব্য, এই ছবিকে কেন্দ্র করে দীর্ঘ বিতর্কের সময় বলিউড চুপ ছিল ভয় থেকে নয়, কারণ, কেউ চায়নি ছবি পর্দায় মুক্তির আগেই বক্স অফিস তার সাফল্যের সুযোগ খুইয়ে ফেলুক। সেইজন্যেই তখন নীরব ছিল বলিউডের বড় বড় তারকারা। এক্ষেত্রে ছবি নির্মাতাদেরও একটি সহজ টিপস দিয়েছেন শাহরুখ। তাঁর মত, কোনও ছবিকে কেন্দ্র করে এধরনের বিক্ষোভ, আন্দোলন, প্রতিবাদের সময়, সেই ছবির নির্মাতাদের উচিত চুপ থাকা। কারণ, এরফলে সেই সংগঠনের সদস্যরা বাড়তি গুরুত্ব পায় না। প্রসঙ্গত, মন্তব্য করে কেউ যদি ছবি প্রথম কয়েকদিনের ব্যবসায় মার খাইয়ে দেয়, তাহলে ছবি ফ্লপ হয়ে যায় বক্সঅফিসে। তাই প্রথম কয়েকটা দিনে ছবিকেই পারফর্ম করতে দেওয়া উচিত।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CAn4wI
February 22, 2018 at 12:34AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.