ঢাকা, ১১ ফেব্রুয়ারি- ঢালিউডের তারকা দম্পতি শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হবে ২২ ফেব্রুয়ারি। এদিন তাদের দাম্পত্যজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এই বিষয়টির শেষ চাইছেন। এই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো সম্ভাবনা নেই। শাকিব খান এখন আশিকুর রহমান পরিচালিত সুপার হিরো ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সিডনির বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হচ্ছে। শাকিব খানের বিপরীতে ছবিটিতে অভিনয় করছেন শবনম বুবলী। আগামী ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন শাকিব। সুপার হিরো ছবিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, টাইগার রবিসহ অনেকে। প্রযোজনা করছে হার্টবিট কথাচিত্র। ছবিটি এবার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। আরও পড়ুন: চুম্মার পর প্রেমে পড়লেন শাকিব-মিম! (ভিডিও সংযুক্ত) অন্যদিকে অপু বিশ্বাস নতুন ছবির কাজ শুরু করছেন। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ-এর দ্বিতীয় কিস্তি শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২-তে অভিনয় করবেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। দীর্ঘদিন গোপন রাখার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে বিয়ের তথ্য প্রকাশ করেন অপু বিশ্বাস। তাদের দাম্পত্যজীবনে আব্রাম খান জয় নামের একটি ছেলে সন্তান রয়েছে। ২০১৭ সালের ২২ নভেম্বর বিবাহ বিচ্ছেদের কাগজে সাক্ষর করেন শাকিব খান। এরপর তাদের বিবাহবিচ্ছেদের বিষয়টি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে গেলে সেখান থেকে শাকিব-অপুকে তলব করা হয়। সেখানে অপু বিশ্বাস উপস্থিত থাকলেও শাকিব খান উপস্থিত ছিলেন না। এবার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করার কথা জানালেন শাকিব। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/১১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EUtdX5
February 11, 2018 at 11:29PM
11 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top