চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে র্যাব মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ২৫ মাদকসেবীকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩জনকে বিভিন্ন মেয়াদে করাদন্ড ও ২জনকে অর্থদন্ড প্রদান করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫-টএর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব নাজিবুল আলমের যৌথ নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন স্টেডিয়াম এলাকার আশপাশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ২৫ মাদকসেবীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০ পুরিয়া গাঁজা, ৫টি গাঁজা সেবনের কলকে, ৭ টি সিগারেট, ৫টি গ্যাস লাইটার, ৫টি কাঁচি, ১টি গাঁজা কাটার লোহার তৈরী ধারালো হাতিয়ার, ৫ টি সিরিঞ্জ, ৫টি মোবাইল জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে সদর উপজেলার হুজরাপুরের মনতাজ আলীর ছেলে রাজু আহমেদ (৩০), আলীনগরের আব্দুল গফুরের ছেলে গোলাপ (২৪), আব্দুল কাইয়ুমের ছেলে আবুল কালাম আজাদ (২৮), সওদাগরের ছেলে ফুয়াদ আলী (৩৭), আকছার আলীর ছেলে আঃ কাদের (২৫), জিয়ানগর হুজরাপুরের দুখু মিয়ার ছেলে আশরাফুল @ কালু (৪০), দূর্গাপুরের তাইফুর রহমানের ছেলে দুলাল মিয়া (৪২), ইসলামপুরের গোলাপের ছেলে ফরহাদ (৩৩), চাঁদলাই কাঠালিয়াপাড়ার কুরান আলীর ছেলে জসিম উদ্দিন (২৩), শিবতলা চাইপাড়ার নাসির উদ্দিনের ছেলে গোলাম মোস্তাকিন (১৮), স্বদেশ মন্ডলের ছেলে রনজিত মন্ডল (২৭), বারঘরিয়া নতুনবাজারের ভদুর ছেলে সানোয়ার (২০), শিবতলা নতুনপাড়ার গুলজার আলীর ছেলে শুকুর আলী (২০), কোরবান আলীর ছেলে জুয়েল (২২), বালুবাগানের রাজুর ছেলে তহিদ (২৪), ফকিরপাড়ার গোলাম মোস্তাফার ছেলে নাসের ইসলাম (৩৫), মসজিদপাড়ার চাঁদ পরামানিকের ছেলে আব্দুর রহমান (৩৪), হোসেন আলীর ছেলে রবিউল ইসলাম (৩০), এমাজ উদ্দিনের ছেলে কবির (৫০), বাউবীপাড়ার শের আলীর ছেলে আব্দুল আলিম (৩০), বালিয়াদিঘীর আব্দুল সাত্তারের ছেলে আব্দুল কালাম (৪০), পিয়ারাবাগানের কাউসার আলীর ছেলে জীবন (২০), শংকরবাটির লতিফুর রহমানের ছেলে কালু (৫৬), পাঠানপাড়ার দবির উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (৪০), ও সেলিমাবাদের সামাদ খানের ছেলে ফিরোজ (৪০) কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয় ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০২-১৮
র্যাব জানায়, র্যাব-৫-টএর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব নাজিবুল আলমের যৌথ নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন স্টেডিয়াম এলাকার আশপাশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ২৫ মাদকসেবীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০ পুরিয়া গাঁজা, ৫টি গাঁজা সেবনের কলকে, ৭ টি সিগারেট, ৫টি গ্যাস লাইটার, ৫টি কাঁচি, ১টি গাঁজা কাটার লোহার তৈরী ধারালো হাতিয়ার, ৫ টি সিরিঞ্জ, ৫টি মোবাইল জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে সদর উপজেলার হুজরাপুরের মনতাজ আলীর ছেলে রাজু আহমেদ (৩০), আলীনগরের আব্দুল গফুরের ছেলে গোলাপ (২৪), আব্দুল কাইয়ুমের ছেলে আবুল কালাম আজাদ (২৮), সওদাগরের ছেলে ফুয়াদ আলী (৩৭), আকছার আলীর ছেলে আঃ কাদের (২৫), জিয়ানগর হুজরাপুরের দুখু মিয়ার ছেলে আশরাফুল @ কালু (৪০), দূর্গাপুরের তাইফুর রহমানের ছেলে দুলাল মিয়া (৪২), ইসলামপুরের গোলাপের ছেলে ফরহাদ (৩৩), চাঁদলাই কাঠালিয়াপাড়ার কুরান আলীর ছেলে জসিম উদ্দিন (২৩), শিবতলা চাইপাড়ার নাসির উদ্দিনের ছেলে গোলাম মোস্তাকিন (১৮), স্বদেশ মন্ডলের ছেলে রনজিত মন্ডল (২৭), বারঘরিয়া নতুনবাজারের ভদুর ছেলে সানোয়ার (২০), শিবতলা নতুনপাড়ার গুলজার আলীর ছেলে শুকুর আলী (২০), কোরবান আলীর ছেলে জুয়েল (২২), বালুবাগানের রাজুর ছেলে তহিদ (২৪), ফকিরপাড়ার গোলাম মোস্তাফার ছেলে নাসের ইসলাম (৩৫), মসজিদপাড়ার চাঁদ পরামানিকের ছেলে আব্দুর রহমান (৩৪), হোসেন আলীর ছেলে রবিউল ইসলাম (৩০), এমাজ উদ্দিনের ছেলে কবির (৫০), বাউবীপাড়ার শের আলীর ছেলে আব্দুল আলিম (৩০), বালিয়াদিঘীর আব্দুল সাত্তারের ছেলে আব্দুল কালাম (৪০), পিয়ারাবাগানের কাউসার আলীর ছেলে জীবন (২০), শংকরবাটির লতিফুর রহমানের ছেলে কালু (৫৬), পাঠানপাড়ার দবির উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (৪০), ও সেলিমাবাদের সামাদ খানের ছেলে ফিরোজ (৪০) কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয় ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০২-১৮
from Chapainawabganjnews http://ift.tt/2FaFFVm
February 27, 2018 at 11:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন