মুর্শিদাবাদ, ৪ ফেব্রুয়ারিঃ নাবালিকার বিয়ে রুখতে গিয়ে হেনস্থার শিকার হলেন কন্যাশ্রী কর্মীরা। রবিবার সকালে ব্লক প্রশাসন হরিহরপাড়ার ট্যাংরামারি গ্রামে এক নাবালিকার বিয়ে হওয়ার খবর পায়। আজ বিকেলে বিয়ে বাড়িতে হাজির হন ব্লকের কন্যাশ্রী কর্মী, হরিহরপাড়া থানার পুলিশ ও সংবাদমাধ্যমের কর্মীরা। তবে বিয়েবাড়ি গিয়ে তারা জানতে পারেন, গত নভেম্বর মাসে রেকসোনা খাতুনের ১৮ বছর পূর্ণ হয়ে গিয়েছে। মেয়ের সাবালিকা হওয়ার কথা জানতে পেরে কন্যাশ্রী কর্মীরা নিজেদের পাওয়া ভুল খবরের কথা জানিয়ে ক্ষমা চান। এরপরই স্থানীয় এক প্রাথমিক শিক্ষক কামারুল হক গ্রামবাসীদের উস্কে দেয়। কন্যাশ্রী কর্মীদের শাড়ি, ওড়না টেনে হেনস্থার পাশাপাশি অকথ্যভাষায় গালাগালি করেন ওই শিক্ষক। তার সঙ্গে বেশ কিছু গ্রামবাসী কন্যাশ্রী কর্মীদের মারধরও করে। অভিযুক্ত শিক্ষক কামারুল হকের বক্তব্য, মেয়ে সাবালিকা হওয়া সত্ত্বেও তারা এসেছেন। কন্যাশ্রী কর্মীরা ও হরিহরপাড়া থানার পুলিশ কর্মী ও আধিকারিকেরা ওই শিক্ষক ও গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন। আজ সন্ধ্যায় অভিযুক্ত ওই শিক্ষক কামারুল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন কন্যাশ্রী কর্মীরা। বিডিও পুর্নেন্দু সান্যাল বলেন সামাজিক কাজ করতে গিয়ে ব্লকের কর্মীদের যারা হেনস্থা করেছে তাদের রেয়াত করা হবেনা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদদাতাঃ মিঠুন হালদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FIrKCI
February 04, 2018 at 09:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন