ময়নাগুড়ি, ২৪ ফেব্রুয়ারিঃ গোপন সুত্রে খবরের ভিত্তিতে দুই তক্ষক পাচারকারীকেকে গ্রেফতার করল সিআইডি। তাদের থেকে উদ্ধার হয়েছে বিরল প্রজাতির তক্ষক। শুক্রবার ময়নাগুড়ির ভোটপাট্টি এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া তক্ষকটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, প্রায় এক সপ্তাহ ধরে সিআইডি ওই দুজনের ওপর নজর রাখছিল। এরপর তক্ষকটির ক্রেতা সেজে তাদের ধরা হয়। গ্রেফতারের পর তাদের ময়নাগুড়ি থানায় নিয়ে আসা হয়।
অসম সহ উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য থেকে এই তক্ষক নিয়ে এসে নেপাল সহ অন্যান্য দেশে পাচার করা হত। উদ্ধার হওয়া তক্ষকটির আনুমানিক মুল্য কয়েক লক্ষ টাকা।
তথ্য ও ছবিঃ অভিরুপ দে
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ERt327
February 24, 2018 at 12:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন