ঢাকা, ২৩ ফেব্রুয়ারি- নতুন স্ত্রী হুমায়রাকে প্রকাশ্যে নিয়ে এলেন সংগীতশিল্পী হৃদয় খান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে তাদের বিবাহোত্তর সংবর্ধনা দেয়া হয়। তবে গত বছরের ১০ সেপ্টেম্বর ধানমণ্ডিতে ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হৃদয়-হুমায়রা। হুমায়রার সঙ্গে হৃদয়ের পরিচয় বছরখানেক আগে। তিনি মালয়েশিয়ায় আইন বিষয়ে পড়ছেন। এর আগে হৃদয় খানের বিয়ে প্রসঙ্গে তার বাবা রিপন খান গণমাধ্যমকে বলেছিলেন- হৃদয়কে আমিই বিয়ে করিয়েছি। ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ধানমণ্ডিতে মেয়ের বাবার বাসায় আক্দ হয়েছে। ভেবেছিলাম, জানুয়ারি মাসে একটি অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব। সেটি আর হল না। এর আগেই সবাই জেনে গেছে। তিনি আরও জানান, ওর (হৃদয় খান) সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না। এই বিয়ের কারণেই ফের যোগাযোগ তৈরি হয়েছে। উল্লেখ্য, ২০১০ সালে হৃদয় খান নিজের ইচ্ছায় পূর্ণিমা আকতার নামে একজনকে বিয়ে করেছিলেন। সে বিয়ে ভেঙে যাওয়ার পর ২০১০ সালে মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করেন। এই বিয়ের কারণে পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। আড়াই বছর আগে হৃদয় খান ও সুজানার বিবাহবিচ্ছেদ হয়। সূত্র: যুগান্তর এমএ/ ০৩:৫৫/ ২৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CdRhWH
February 23, 2018 at 09:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top