সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় ওয়াজ মাহফিল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া ঘটনায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। সোমবার
রাত ১১টা থেকে সংঘর্ষ এখনো চলছে। আহতদের কয়েকজনকে জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের জেরে আমবাড়ি, ঝিঙ্গাবাড়ি ও কাঠাল বাড়ি নামের তিনটি গ্রামের বিভিন্ন বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক হরিপুর মাদ্রাসার মাদ্রাসার ছাত্র মোজাম্মেল হোসেন।
স্থানীয় সুত্রে জানা যায়- সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার আমবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে সুন্নী মতাদর্শের লোকজন। ওয়াজ চলাকালে রাত ১১টার দিকে সুন্নীবিরোধি ওয়াহাবী মতাদর্শের লোকজন হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই এ সংঘর্ষ বৃহৎ আকার ধারণ। দু’পক্ষের হাজারো লোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের জের ধরে রাত ২টায় এই খবর লেখা পর্যন্ত মুসল্লীরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসির মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CnHahM
February 27, 2018 at 02:19AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন