নতুন র্যাংকিং ঘোষণা করলো ফিফা: সেরা দশে কারা? বাংলাদেশ যেখানে। দক্ষিণ এশিয়ান অঞ্চলে পরিবর্তন আসেনি কোন দলের অবস্থানে। নতুন ফিফা র্যাংকিং ঘোষণা করলো ফিফা। যেখানে পরিবর্তন আসে নি শীর্ষ দশে। বদলায়নি বাংলাদেশের অবস্থানও। রয়েছে ১৯৭তম স্থানে। ৩৩৩ পয়েন্ট নিয়ে র্যাংকিং-এর ১০২-এ ভারত। ১৫০-এ মালদ্বীপ। মোট ১৭৬ পয়েন্ট দ্বীপ দেশটির। এর পরে যথাক্রমে নেপাল ও ভূটান। ভূটান থেকে ১১ ধাপ পিছিয়ে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ার শেষ দুই দেশ শ্রীলঙ্কা ও পাক্স্তিান। অবস্থান যথাক্রমে ২০০ ও ২০৩-এ। এদিকে শীর্ষ দশে কোন পরিবর্তন আসে নি। সবার ওপরে আছে জার্মানি। দ্বিতীয় স্থানে ব্রাজিল। এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল। সেরা ছয়ে এর পরে আছে আর্জেন্টিনা, বেলজিয়াম ও স্পেন। আর/১৭:১৪/১৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CqDBD9
February 17, 2018 at 01:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top