নগরীর কোর্ট পয়েন্টে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, গাড়ি ভাঙ্গচুর

নিজস্ব প্রতিবেদক:: খালেদা জিয়ার রায় ঘোষণার পর সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় কয়েক দফায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের নেতাকর্মীরা একের অপরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এসময় ৮-১০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলকালে সিএনজি অটোরিকশাসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়। থেমে থেমে গুলির শব্দও শুনা যায়।এসময় একজন পথচারী গুরুতর আহত হন।পরে তাকে ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়।বন্দরবজার পুলিশ ফাঁড়ির সামনে কতোয়ালী থানার ওসি গৌছুল হোসেনের ব্যাবহৃত সরকারী গাড়ী ভাংঙ্গচুর করা হয়।
পুলিশ জানায়- রায় ঘোষণার পর পরই সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে ছাত্রদল। এরপর শুরু হয় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) বিষয়টি নিশ্চিত করে বলেন- পুলিশ উভয় পক্ষের নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Ebiiai

February 08, 2018 at 03:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top