কোচবিহার, ১২ ফেব্রুয়ারিঃ কোচবিহার পুরসভার দুর্নীতি মামলায় ৭ জন পুরকর্মীকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার রাজিব গুহ চৌধুরি, চন্ডী দেবনাথ, বিপ্লব দত্ত ছাড়াও রয়েছেন ৪ জন পুরকর্মী স্বপন সরকার, প্রনবেন্দ্র সরকার, বিপ্লব দত্ত ও সুকুমার সরকার। উল্লেখ্য, এই মামলায় মুল অভিযুক্ত প্রাক্তন চেয়ারপার্সন রেবা কুন্ডু ও তার ছেলে তথা ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিত্ কুন্ডু রয়েছেন। মামলাটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। কোচবিহারের বাসিন্দা সম্রাট কুন্ডু গত ৪ ডিসেম্বর ২০১৬ তে জনস্বার্থ মামলা করেছিলেন।
প্রসঙ্গত, কোচবিহার ভবানীগঞ্জ বাজার এলাকায় কাজ না করেই টাকা তুলে নেওয়ার খবর উত্তরবঙ্গ সংবাদেই প্রথম প্রকাশিত হয়েছিল। তার পরে সেই বিষয়ে সম্রাটবাবু মামলা করেছিলেন।
এদিন পুরকর্মীদের গ্রেফতারের ঘটোনার প্রতিবাদে পুরভবন বন্ধ রেখে কর্মীরা বিক্ষোভ দেখান।
তথ্য ও ছবিঃ বিক্রম রায়
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2nV32s3
February 12, 2018 at 02:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন