ঢাকা, ১৫ ফেব্রুয়ারি- দলীয় শতরানে জীবন মেন্ডিসের করা পরপর দুই বলে টি-টোয়েন্টির প্রথম অর্ধশত করা সৌম্য ও অভিষিক্ত আফিফ ফিরে গেলেও অপর প্রান্তে থেকে যান মুশফিক। শেষ পর্যন্ত অধিনায়ক মাহমুদুল্লাহ কে সঙ্গে নিয়ে দল কে এগিয়ে নেয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন মুশফিক। সৌম্য ও আফিফের বিদায়ের পর দেখেশুনে বলের মেরিট বুঝে টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় অর্ধশত তুলে নেন মুশফিকুর রহিম। ৩৭ বল খেলে ৬টি চার সাহায্যে টি-টোয়েন্টিতে ব্যক্তিগত দ্বিতীয় অর্ধশত পূরণ করেন তিনি। বাংলাদেশ একাদশে আজ বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। অভিষেক হয়েছে চার তরুণের। আন্তর্জাতিক ক্রিকেটে আজ প্রথম ম্যাচ খেলতে নেমেছেন আফিফ হোসেন, আরিফুল হক, জাকির হাসান ও নাজমুল ইসলাম অপু। আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ইনজুরির কারণে আজ একাদশে নেই ওপেনার তামিম ইকবাল। ওপেনার হিসাবে দলে জায়গা পেয়েছেন জাকির হাসান। মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি একাদশে আছেন। সাকিব আল হাসান না থাকায় তার জায়গায় দলে ঢুকেছেন আফিফ হোসেন। তিন পেসারের একাদশে রাখা হয়েছে একজন স্পিনারকে। স্পিনার হিসাবে দলে জায়গা পেয়েছেন নাজমুল ইসলাম অপু। তিন পেসার হলেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে, শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলতে নামছেন পেসার শিহান মাদুশানকা। আর ২০১৩ সালের পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন জীবন মেন্ডিস। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/১৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sySKTo
February 16, 2018 at 01:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top