মুম্বাই, ০১ ফেব্রুয়ারি- বলিউড অভিনেতা অনিল কাপুরের পরিবারে এখন আনন্দের বন্যা বইছে। কারণ এই বছর জুনেই অনিল কাপুরের মেয়ে বলিউড অভিনেত্রী সোনম কাপুর বিয়ে পিঁড়িতে বসছেন। কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, সোনম ও তার প্রেমিক আনন্দ আহুজা এই জুনেই তাদের বিয়ের ব্যাপারে সম্মত হয়েছেন। তার আগে অবশ্য এই জুটির বাগদান সম্পন্ন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র আরও জানিয়েছে, প্রেমিক আনন্দকে নিয়ে সোনমের মনে কোন দ্বিধা নেই। কারণ সে সোনমের প্রতি খুব যত্নশীল। কিন্তু অন্য সব বাবার মতো অনিল কাপুরের মনে প্রথম দিকে মেয়ের প্রেমিককে নিয়ে দ্বিধা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আনন্দের প্রতি অনিলের ধারনা পাল্টাতে শুরু করে। এখন অনিল ও তার স্ত্রী সুনীতা আনন্দকে তাদের পরিবারেরই একজন সদস্য মনে করেন। সোনমের ভাই হর্ষবর্ধনও আনন্দর সঙ্গ পছন্দ করে। বিয়েটা এখন সময়ের ব্যাপার বলেই উল্লেখ করেছে সংশ্লিষ্ট সূত্র। আরও পড়ুন:আমি গর্ভবতী নই : দীপিকা পাড়ুকোন সোনম আর আনন্দের বিয়ের আয়োজন নিয়ে এখন দুই পরিবারে আলোচনা চলছে।অনুষ্ঠানটি ডেষ্টিনেশন ওয়েডিং অথবা দিল্লীর জমকালো পাঞ্জাবি বিয়ে হবে কিনা সেটা এখনও ঠিক হয়নি। এদিকে সোনম কাপুর অভিনীত কাপুর পরিবারের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি ভিড়ে দে ওয়েডিং মুক্তি পাচ্ছে এই জুনেই। ছবিটির গল্প আবর্তিত হয়েছে বিয়েকে ঘিরে। ছবিটি মুক্তি পাবে ১ জুন। সূত্র : ডিকেনক্রনিক্যাল এমএ/০৩:১১/০১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2GCzoja
February 01, 2018 at 09:16PM
01 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top