আত্মঘাতী পাক ক্রিকেটারের ছেলে

ইসলামাবাদ, ২০ ফেব্রুয়ারিঃ পাননি অনূর্দ্ধ ১৯ দলে সুযোগ। হতাশায় আত্মঘাতী প্রাক্তন পাক ক্রিকেটার আমের হানিফের ছেলে। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আত্মঘাতী  ক্রিকেটারের নাম মহম্মদ জায়রাব। কলেজের প্রথম বর্ষের ছাত্র তিনি। বয়স বেশি হওয়ায় নির্বাচকরা তাঁকে অনূর্দ্ধ ১৯ দলে নেননি।

ছেলের মৃত্যুতে শোকাহত হানিফের অভিযোগ, ছেলেকে বয়স বেশি বলতে চাপ দেওয়া হয়েছিল। আঙুল তোলেন দেশের অনূর্দ্ধ ১৯ ক্রিকেটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কোচেদের দিকে। সঠিক তদন্তের আর্জি জানান কর্তৃপক্ষের কাছে।

জানুয়ারিতে লাহোরে অনূর্দ্ধ ১৯ টুর্নামেন্টে করাচির হয়ে খেলেছিলেন জায়রাব। এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই ম্যাচে ‘চোটের জন্য তাঁকে বাড়ি পাঠিয়ে’ দেওয়া হয়। বাড়ি ফিরতে না চাইলেও তাঁকে ফের দলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে পরে বেশি বয়সের কারণ দেখিয়ে জায়রাবকে দল থেকে বাদ দেওয়া হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HvlCiQ

February 20, 2018 at 06:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top