ভর দুপুরে ঘরে চোর, হাতে নাতে ধৃত দুই

শামুকতলা, ২৫ ফেব্রুয়ারিঃ চুরির মতলবে তালা ভেঙে ঘরে ঢুকেছিল দুই চোর। কিন্তু ঠিক সময়ে বাড়ির মালিক চলে আসায় শেষ রক্ষা হল না তাঁদের। রবিবার দুপুর তিনটা নাগাদ ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চাপরের পাড় গ্রামে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা স্বপন পালিত আজ সকালে ঘরে তালা দিয়ে সপরিবারে বাইরে বেরিয়েছিলেন।  দুপুর তিনটে নাগাদ ফিরে এসে দেখতে পান ঘরের তালা ভাঙা ও ঘরের ভিতরে কেউ লুটপাট চালাচ্ছে। ব্যাপারটি আন্দাজ করতে পেরে তিনি প্রতিবেশীদের ডেকে এনে ঘরের ভিতর থেকে এক মহিলা সহ দুই চোরকে হাতেনাতে ধরে ফেলেন। অভিযুক্তদের আটকে রেখে স্বপনবাবু আলিপুরদুয়ার থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে।

সংবাদদাতাঃ হরিপদ পাল

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CiLJKy

February 25, 2018 at 07:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top