ভূতের ভয়, যজ্ঞের আর্জি রাজস্থানের বিধায়কদের

জয়পুর, ২৩ ফেব্রুয়ারিঃ একের পর এক বিধায়কের অসুস্থতা। মাত্র ৬ মাসেই মৃত্যু হয়েছে রাজস্থানের দুই বিধায়কের। আশঙ্কা, বিধানসভা ভবনের ওপর প্রেতাত্মার নজর রয়েছে। বিজেপি-র এক বিধায়ক সেখানে ভূত তাড়াতে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে যজ্ঞ করার আর্জি জানিয়েছেন।

শাসক দলের মুখ্যসচেতক কলুলাল গুর্জর জানান, ‘দুই বিধায়কের মৃত্যুর পর থেকেই বিধায়করা অস্বস্তিতে রয়েছেন। আমার নিজেরও মনে হচ্ছে, কোনো অশরীরি বিধানসভায় গোলমাল পাকাচ্ছে। শোনা যায়, যে জমিতে বিধানসভা ভবন তৈরি হয়েছে, সেখানে আগে শ্মশান ছিল। তাই হয়তো অশরীরিরা ঘুরে বেড়াচ্ছে।’

গত বছরের আগস্টে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মণ্ডলগড়ের বিধায়ক কীর্তি কুমারীর। গতকাল উদয়পুরের একটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে নাথদ্বারার বিধায়ক কল্যাণ সিংহ চৌহানের।

২০০১ সালে জয়পুরের জ্যোতিনগরে ১৬.৯৬ একর জমির ওপর তৈরি হওয়া রাজস্থান বিধানসভা ভবন দেশের অন্যতম আধুনিক বিধানসভা।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EWU3Ax

February 23, 2018 at 02:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top