ইসলামাবাদ, ৯ ফেব্রুয়ারিঃ অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে গত সোমবার একটি শিপিং ফার্মের ম্যানেজিং ডিরেক্টর নিহত হন। ঘটনাটি ঘটেছিল করাচিতে। সূত্রের খবর, ঘটনায় ভারতের হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী আহসান ইকবাল। ঘটনায় নিহত হন চেন ঝু (৪৬) নামে চিনা নাগরিক। সূত্রের খবর, ইকবাল বলেছেন, সেদেশে কর্মরত চিনা নাগরিকদের নিরাপত্তায় পাকিস্তান ১০ হাজার রক্ষীর শক্তিশালী বাহিনী তৈরি করেছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, পাকিস্তানে বন্দি ফাঁসির আসামী কুলভূষণ যাদবই স্বীকার করেছেন, সিপিইসি প্রকল্পে অন্তর্ঘাত ঘটাতে সক্রিয় ভারতের গুপ্তচর এজেন্সি। পাক অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছেন, উপমহাদেশে ভারত যে ‘অন্তর্ঘাতমূলক কার্যকলাপ’ চালায়, এ ব্যাপারে যাদবের স্বীকারোক্তিমূলক বক্তব্যই তার প্রমাণ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2spX5bB
February 09, 2018 at 03:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন