স্পিনিং অলরাউন্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করে এখন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান। বিশ্বসেরা হওয়ায় এই সফরে রয়েছে অনেকের অনেক অবদান৷ সেই কথা মানছেন সাম্প্রতিক কালের অন্যতম সেরা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টিভ স্মিথ৷ তার সঙ্গে প্রতিমুহূর্তেই চলছে কোহলির তুলনা৷ ছায়াযুদ্ধও বলা যেতে পারে৷ কোহলি শতরান হাঁকালে মাপকাঠি হিসেবে স্মিথের সঙ্গে তুলনা টানছে ক্রিকেট দুনিয়া৷ টেস্টে স্মিথ এক নম্বরে আর কোহলি দুইয়ে৷ ওয়ান ডে ফর্ম্যাটে আবার শীর্ষে কোহলি৷ সেখানে অনেকটাই পিছিয়ে রয়েছেন স্মিথ। তার স্থান ক্রমতালিকার ১৭ নম্বরে৷ যে কোহলির সঙ্গে তার এত প্রতিদ্বন্দ্বিতা, সেই কোহলিই নাকি স্মিথের শিক্ষক৷ অজি নেতার মতে, কোহলি আমার অন্যতম ব্যাটিং সোর্স৷ তার থেকে অনেক টেকনিক আমি রপ্ত করি৷ বিশেষ করে স্পিন খেলাটা কোহলি থেকে শেখার চেষ্টা করি৷ শুধু স্মিথ-কোহলি নয়, তুলনার মাপকাঠিতে রয়েছে আরও দুই ক্রিকেটার৷ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন আর ইংল্যান্ডের জো রুট৷ এই চার ক্রিকেটারের মধ্যেই চলছে এক অদেখা লড়াই৷ কে সেরার সেরা সেটা নিয়ে অনুরাগীরাদের মধ্যেও স্পষ্ট বিভাজন রয়েছে৷ আরও পড়ুন: অনুশীলনে ফিরলেন সাকিব টেস্টের পয়লা নম্বর অবশ্য এসব তুলনা নিয়ে বিশেষ ভাবিত নয়৷ নিজের বক্তব্যে স্টিভ বলেন, উইলিয়ামসন, এবি ডিভিলার্সের থেকে ক্রিকেট স্কিল ধার করি৷ মানতে কোনও দ্বিধা নেই এরা প্রত্যকে অন্যতম সেরা ক্রিকেটার৷ আর সেরাদের থেকে সেরা পদ্ধতিটা শিখে নিতে আমার কোনও দ্বিধাবোধ কাজ করে না৷ তথ্যসূত্র: বিডি-প্রতিদিন এআর/১০:১০/২৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2GCFHm6
February 23, 2018 at 04:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top